সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৪
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে ইজারাকৃত বালু মহালের বালু বহনকারী নৌকা থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
অভিযোগ করে বালু মহালের ইজারাদার সুবাস দাস বলেন, গত ২৯/০৪/২০২৪ তারিখে ০৫.৪৬.৯১০০.০০৮.৫২.০০৫.২১.৬৭৪ ও ০৫.৪৬.৯১০০.০০৮.৫২.০৪৮.২০.৬৭৩ স্মারকে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে সরকারি ইজারার মাধ্যমে সারী নদী বালু মহাল ০১ পাঁচ সেউতি গং ও লেংগুড়া বালু মহাল ভ্যাট আয়করসহ ১,৩১,৯০০০০(এক কোটি একত্রিশ লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যে পরিশোধ করে ইজারা গ্রহণ করি।
ইজারা গ্রহণের পর থেকেই দেশে চলমান আন্দোলনের ফলে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। চাঁদাবাজরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কোন ভাবেই মূলধন উঠানো সম্ভব নয়। তাই লোকসান হবে অর্ধ কোটির মতো।
ইজারাদার সুবাস দাস আরো বলেন, যথারীতি ইজারাকৃত বালু মহাল থেকে বালু উত্তোলন হচ্ছে। কিন্তু বৈধ বালু মহালের বালু বহনকারী নৌকা গোয়াইনঘাট উপজেলা সদরের কাছে গেলে একদল চাঁদাবাজ চাঁদা নিতে নৌকা গুলো আটকে দেয়।
সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সিলেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোয়াইনঘাট, সহকারি কমিশনার ভূমি গোয়াইনঘাট এর কাছে জোর দাবি করে বলেন, তদন্ত পূর্বক চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও আমার বৈধ বালু ভর্তি নৌকা গুলো ছাড়িয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
জানা যায় গতকাল ২১ সেপ্টেম্বর গোয়াইনঘাট সদর এলাকা গোয়াইন নদীতে বালু ভর্তি নৌকাগুলো গেলে কিছু দুষ্কৃতিকারী চাঁদাবাজ নৌকা আটকে দেয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd