সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: সিলেটের মোগলাবাজার থানাধীন খালোমুখ বাজার এলাকার ডুংশ্রী গ্রামের বাসিন্দা আব্দুল লতিফের ছেলে প্রবাসী আব্দুল কবির এর বাড়িতে একাধিক বার হামলার ঘটনা ঘটেছে।
গত ২৭ সেপ্টেম্বর সন্দ্যায় অজ্ঞাতনামা ৪/৫ জন যুবক ডুংশ্রী গ্রামে প্রবাসী আব্দুল কবির এর বাড়িতে হামলা চালিয়েছে। এ ঘটনায় প্রবাসী আব্দুল কবির এর ভাই আব্দুল কাইয়ুম (৪৬) বাদি হয়ে মোগলাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আব্দুল কাইয়ুম উল্লেখ করেন, গত কয়েক মাস যাবত অজ্ঞাতনামা বিবাদীরা তাদের বাড়িতে এসে তাহার ভাই আব্দুল কবির এর নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন তিনি বিবাদীদের অকথ্য ভাষায় গালিগালাজ করার কারণ জানতে চাইলে তাকে বিভ্রান্তমুলক কথাবার্তা বলে ভয় ভীতি প্রদর্শন করেন।
এমতাবস্থায় ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে তাদের ঘর লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে থাকেন। সেই সময় তিনি ঘর থেকে বের হয়ে এরুপ আচরন করার কারণ জানতে চাইলে বিবাদীরা তার ভাই কবিরকে খোঁজে বের করে দেওয়ার কথা বলে। পরে তিনি বলেন আমরা কবিরের কোন খোঁজ জানি না। একথা বলার সাথে সাথে উত্তেজিত হয়ে তারা বলে আমার ভাইয়ের খোঁজ না দেই তাহলে বিবাদীরা আমাকে ও আমার পরিবারের সদস্য প্রাণে হত্যা করে লাশ গুম করে ফেলবে মর্মে হুমকি প্রদান করে চলে যায়। এই যুবকদের এরুপ আচরনে আব্দুল কাইয়ুম ও তার পরিবারের সদস্যরা চরম আতংর্কের মধ্যে রয়েছেন।
এ বিষয়ে এসএমপির মোগলাবাজার থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd