সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক: গোয়াইনঘাট জৈন্তা ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৪ আসনে আবির্ভাব হয়েছেন আরেক লন্ডনি প্রবাসী।ইতিপূর্বে তার কর্মী সমর্থকদের পদচারণায় ও সহযোগিতায় তার পক্ষ থেকে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
জানা যায়, তিনি সিলেটের সদর উপজেলার ঐতিহ্যবাহী “পাখিবাড়ী” হিসেবে পরিচিত ছালিয়া গ্রামের বাসিন্দা ইংল্যান্ডের কমিউনিটি ব্যক্তিত্ব ও বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হক। তার পক্ষ থেকে আজ কোম্পানীগঞ্জে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।এর আগে তার পক্ষ থেকে গোয়াাইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নে ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
তবে তিনি সিলেট চার আসনে আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী কিনা তা জানা সম্ভব হয়নি।লোক মুখে শোনা যাচ্ছে তিনি আগামী জাতীয় নির্বাচনে সিলেট ৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে তার কর্মী সমর্থকদের দিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। খনিজ সম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ৪ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিচ্ছেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আরেক লন্ডন প্রবাসী হেলাল উদ্দিন। কিন্তু নতুন করে আবার আরেক লন্ডন প্রবাসীর আবির্ভাবে এই আসনের মানুষের মাঝে শুরু হয়েছে নানা গুঞ্জন দেখা দিছে মিশ্র প্রতিক্রিয়া। বাস্তবে এই আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ড কাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত করে তার হিসাব নিকাশ মিলাতে এই আসনের জনসাধারণের মানুষের মাঝে চায়ের হোস্টেলে হাটবাজারে এমনকি বিভিন্ন আসরে সভা সেমিনারে আলোচনার শেষ নেই।
সচেতন মহলের প্রতিক্রিয়া এই গুরুত্বপূর্ণ আসনে তাদের নিজস্ব কোন কর্মী সমর্থক ও সাধারণ ভোটারের পুঁজি নেই। তারা দুজন যা করবেন অর্থের বিনিময়ে কর্মী সমর্থক ও ভোটার তৈরি করতে হবে এবং যিনি বেশি অর্থ ব্যয় করতে পারবেন তার প্রতি মানুষের দৃষ্টি থাকবে।তবে সেটা স্থিতিশীল কতটুকু হবে তা কারো বোধগম্য নয়।মানুষকে ধরে রাখা একজন দক্ষ অভিজ্ঞ ও পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তির দ্বারাই সম্ভব।মাঠের ও ভোটের রাজনীতিে পরিপক্ক দক্ষ একজন রাজনৈতিক ব্যক্তির গুরুত্ব অপরিসীম বলে তারা মন্তব্য করেন। যেখানে নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষের আস্হা ও বিশ্বাস ভাজন রাজনৈতিক ব্যক্তিই এই আসনটিতে প্রয়োজন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd