সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে বানের পানির মত যেভাবে বাংলাদেশের অব্যন্তরে অবৈধ মালামাল প্রবেশ করাচ্ছে, বিজিবি ও প্রতিনিয়ত ভারত থেকে অবৈধ পথে আসা মালামাল সমান তালে আটক করছে। তার পরও কেন রূদ করা যাচ্ছেনা চোরাচালান এ নিয়ে সধারণ মানুষের মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে মধ্যস্ততা কারিরা। মাঝে মধ্যে দু’একজন দরা পড়লেও চোরাকারবারিদের মূল হুতারা তাকেন ধরাছোয়ার বাহিরে। গত তিন দিনে বর্ডার গার্ড বাংলাদেশ ১৯’র গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন বিওপি সমূহে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় অর্ধ কোটি টাকার গরু, মহিয়, ঔষধ ও চিনি জব্দ করা হলেও আটক নেই এক জনও।
১৯ বিজিবির বিজ্ঞপ্তিতে যানাযায়, ১৩ অক্টোবর ভোরে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল ভারত থেকে চোরাই আসা ১২ টি ভারতীয় মহিষ বাউর বাগ নামক স্থানে হতে গোপন সংবাদের বৃত্তিত্বে মালিকবিহীন অবস্থায় আটক করে। যার বাজার মূল্য ২০ লক্ষ ৪০হাজার টাকা। রাতে লোভাছড়া বিওপির একটি টহল দল কানাইঘাট উপজেলার হাপারমুখ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৭৫০ কেজি ভারতীয় চিনি আটক করে। যার বাজার মূল্য ১,১২,৫০০টাকার সমপরিমাণ।
গত ১১ই অক্টোবর জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক পৃথক টহল দল উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ত্রিপাখলা ও গরুরহাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ টি ভারতীয় গরু আটক করে। আটককৃত ভারতীয় গরু গুলো কাষ্টম কতৃপক্ষের উপস্থিতিতে ৮,৯০,০০০টাকায় বিক্রি করা হয়েছে।
অপরদিকে সুরাইঘাট বিওপির অপর একটি টহল দল সিলেট জেলার কানাইঘাট উপজেলার মালীগ্রাম নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৫,৩১,৪৪০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্বার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬,৪২,৬০০টাকা।
এ ছাড়া জৈন্তাপুর এবং বিয়াবাইল বিওপির পৃথক আভিযানিক টি ট্রলি গাড়ী সহ ১৯০০ কেজি ভারতীয় চিনি জদ্ব করে। যার আনুমানিক মূল্য ৪,৩৫,০০০টাকা। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৫১,২০,১০০টাকার সমপরিমাণ।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ান ১৯’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবী পিএসসি বলেন, বিজিবি কর্তৃক সীমান্তে সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd