সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সাদাপাথর ও বাংকারের পাথর লুটপাটে বাঁধা দেওয়ায় কোম্পানীগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। লুটপাটকারীদের হামলায় আহত হয়েছেন কোম্পানীগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম হিমেল। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লিলাইবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জরুরী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের এসআই শরিফুল ইসলাম এবং জরুরী মোবাইল ডিউটিতে ছিলেন এএসআই হাবিবুল্লাহসহ ৬ পুলিশ সদস্য। সকালে ধলাই নদীর পূর্ব পাড়ে লীলাই বাজার এলাকায় সাদাপাথর ও বাংকার থেকে পাথর লুটপাট করে গাড়িতে লোড করা হচ্ছে এমন সংবাদে তারা গাড়ি আটক করতে যান। এসময় সেখানে পাথর বুঝাই ২টি বড় ট্রাক্টর ও ৩টি ছোট ট্রলি আটক করেন শরিফুল ইসলাম ও হাবিবউল্লাহ। তখন সাদাপাথর বিক্রেতা আব্দুল্লাহ নামের একজন গাড়ি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। তার অনুরোধ না মেনে এসআই শরিফুল ইসলাম গাড়িগুলো থানায় নিয়ে আসার উদ্যোগ নেন। এসময় ঐ এলাকার প্রায় শতাধিক লোককে সাথে নিয়ে পুলিশের উপর হামলা চালান। হামলাকারীরা লাঠি ও বেলচা দিয়ে বেধড়ক মারপিট করে এসআই শরিফুল ইসলামকে। তাদের মারধরে আহত হোন তিনি। পরে অন্য পুলিশ সদস্য তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় হামলাকারীরা গাড়িগুলো সেখান থেকে নিয়ে যায়। বেলা ১টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ৪ জনকে আটক করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন- নাঈম, ফখর উদ্দিন, সৈকত দাস ও ইমরান আহমদ মজিব।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, আমরা ইতিমধ্যে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকারি কাজে বাঁধা দেওয়া ও পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd