সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪
নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে হঠাৎ গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী অফিস কার্যালয়ের সামনে ঠিকাদারদের তোপের মুখে পড়েন উপজেলা প্রকৌশলী অফিসার রফিকুল ইসলাম।
তাৎক্ষণিক সেখানে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত হলে টিকাদার সুজন মিয়া ও লোকমান চেয়ারম্যান উপস্থিত সাংবাদিকদের সামনে প্রকৌশলীর বিরুদ্ধে নানা রকম অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। টিকাদার সুজন মিয়া বলেন উপজেলা প্রকৌশলী দীর্ঘদিন থেকে টিকাদার ও সাইড টিকাদারদের সাথে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। উনার বিরুদ্ধে পাহাড় পরিমান অভিযোগ রয়েছে এবং তিন থেকে চার বার উনার বদলী হলেও কোন এক অদৃশ্য কারণে তিনি সেখানে থেকে যান। তিনি তার মনগড়ামতো কাজও করে থাকেন। টিকাদার সুজন মিয়া আরো বলেন আমরা তিনির প্রত্যাহার চাই এবং একজন দক্ষ ইন্জিনিয়ার চাই।
এসময় উপস্থিত টিকাদার লোকমান চেয়ারম্যান বলেন প্রকৌশলীর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে আমরা টিকাদাররা তিনির কাছে জিম্মি আছি। ভালো ভালো সাইড ইন্জিনিয়াররা এখানে এসে টিকে থাকতে পারে না বদলী হয়ে যায় কারণ তিনি তার মতো করে কাজ করেন এবং ছোট ছোট নতুন ইন্জিনিয়ারদেক দিয়ে কাজ করে ঘুরান এবং নিজে কমিশন নেন। টিকাদারদের কাজ শেষে বিল নিয়ে তাদেরকে অযথা ঘুরিয়ে থাকেন। আমরা এ থেকে মুক্তি চাই।
পরবর্তীতে এ বিষয়ে প্রকৌশলী রফিকুল ইসলামের বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে এড়িয়ে যান। উক্ত বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার তৌহিদুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেলে যাচাই বাঁচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd