গোয়াইনঘাটে কামরুল পুলিশের আতঙ্ক!

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

গোয়াইনঘাটে কামরুল পুলিশের আতঙ্ক!
মোঃ রায়হান হোসেন:
সিলেটের চোরাচালান রাজ্যখ্যাত গোয়াইনঘাট উপজেলার সীমান্তের চোরাচালান নিয়ন্ত্রণে ব্যর্থ স্থানীয় থানা পুলিশ। যেখানে রাত হলে গোয়াইনঘাট থানা পুলিশ চেকপোষ্ট বসিয়েও কিছুতেই প্রতিরোধ করতে পারছে না চোরাচালান। সেখানে পুলিশের চোরাচালান প্রতিরোধী কাজে বাঁধা হয়ে দাঁড়ায় এলাকার কতিপয় কিছু যুবক।
তারা নিজেদের যুবদল-ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে পুলিশ চেক পোষ্টের কাছে দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে পুলিশের কাজে ব্যাঘাত ঘটানোসহ পুলিশ চেকপোষ্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সম্মুখ দিয়েই বিভিন্ন রকম ভারতীয় চোরাই পন্যবাহী গাড়ি নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়ে চোরাকারবারিদের নিকট হইতে হাজার হাজার টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে, পুলিশের সঙ্গে রফাদফা ছাড়া গোয়াইনঘাট টু সারিঘাট সড়ক হয়ে আসা চোরাচালানের কোন গাড়ি গোয়াইনঘাট বাইপাস ও সেতুর উপর পৌঁছালে পুলিশ চেকপোষ্টে সেসব গাড়ি যদিও পুলিশ সদস্যরা আটক করেন তবে আটককৃত চোরাচালানের গাড়িগুলো স্থানীয় যুবদলের কর্মী পরিচয়দানকারী যুবকরা দেশীও অস্ত্রের মহড়ায় পুলিশের নিকট হইতে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যায়। যার বিনিময়ে চোরাকারবারিদের নিকট হইতে মোটা অংকের টাকা লুটছে ওই যুবকেরা।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশের কাজে বাঁধা প্রদানকারী ওই যুবক বাহিনীর গডফাদার যুবদলের কথিত নেতা পরিচয়দাতা একই থানাধীন লেংগুড়া গ্রামের কামরুল ইসলাম। গত (৫ আগষ্ট) সরকারের পটপরিবর্তনের পর থেকেই প্রতি রাতে কামরুলের নেতৃত্বে তার দলবল দেশীয় অস্ত্র হাতে গোয়াইনঘাট বাইপাস ও গোয়াইনঘাট বাজারস্থ সেতু এলাকায় মহড়ার মাধ্যমে ভারতীয় চিনিসহ বিভিন্ন ধরনের পন্য পুলিশের সামন দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে।
অন্যদিকে, কামরুল সহ তার দলবলের নিকট খোঁদ থানা পুলিশও এখন অসহায়। যে কারণে কিছুতেই এ উপজেলায় সীমান্তের চোরাচালান নিয়ন্ত্রণ করতে পারছেনা থানা পুলিশ। গোয়াইনঘাট থানা পুলিশের নিকট এ যেনও এক মূর্তিমান আতঙ্ক কামরুল বাহিনী। ফলে রাত হলেই আতঙ্কে থাকেন গোয়াইনঘাটের সাধারণ মানুষসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে রাত হলেই আমরাও আতঙ্কে থাকি। আমাদের পুলিশ সদস্য সংখ্যায় কম থাকায় কামরুলসহ তার দলবলের লোকজন এসে আমাদেরকে জিম্মি করে ফেলে। এতে আমরা চোরাচালানের গাড়িগুলো আটক করতে পারিনা। বিষয়টি ইতিমধ্যে থানার ওসি সাহেবের নজরে নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানান।
এ সকল বিষয়ে জানতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ এর সরকারি সেলফোনে যোগাযোগ করলে তিনি ফোনকল রিসিভ না করায় বক্তব্য সংগ্রহ করা যায় নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..