সিলেট ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :: পরকীয়ার জেরে রিভারভিউ আবাসিক হোটেলে নিয়ে স্বামী ইমরানকে হত্যা মামলায় স্ত্রী খুশনাহার ও পরকীয়া প্রেমিক নাদিম আহমদ নাইম ও তার সহযোগীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সিলেটের অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় প্রধান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট লিয়াকত আলী।
সিলেটের জাফলংয়ে যুবকের খুনের ঘটনার মামলায় স্ত্রী ও পরকীয়া প্রমিকের ফাঁশি ও অপর আসামির কারাদণ্ড দিয়েছেন আদালত। দায়রা মামলা নং ১০৩৩/২৩।
অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বেঞ্চ সহকারী কবির হোসেন জানান, ২০২৩ সালের ১৬ এপ্রিল সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার জাফলং বাল্লাঘাটের রিভারভিউ আবাসিক হোটেলের নিচ থেকে আল ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। তবে এসময় পলিয়ে যায় ওই যুবকের স্ত্রী। নিহতের নাম আল ইমরান (৩৩)। তিনি কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে।
পরে এই যুবকের পিতা আব্দুল জব্বার বাদি হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন। এই দীর্ঘ তদন্ত ও আদালতে সাক্ষীদের জবানবন্দি শেষে আদালত মামলার রায় দিয়েছেন।
মামলার আসামি নিহতে স্ত্রী খুশনাহার (২২), নাদিম আহমদ নাইম (১৯), মাহমুদুল হাসান (২২) তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদাতল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd