সিলেটে ধর্ষণের নাটক সাজিয়ে ফেঁসে গেলেন তিন যুবক : মুক্তি পেলেন চাচা-ভাতিজা

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

সিলেটে ধর্ষণের নাটক সাজিয়ে ফেঁসে গেলেন তিন যুবক : মুক্তি পেলেন চাচা-ভাতিজা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে একটি মিথ্যা গণধর্ষণের নাটক সাজিয়ে ফেঁসে গেলেন তিন যুবক। পুলিশের সুষ্ট তদন্তে মুক্তি পেয়েছেন চাচা-ভাতিজা। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় দায়ের করা একটি সাজানো মিথ্যা মামলা থেকে দুই পর মুক্তি পেয়েছেন আপন চাচা-ভাতিজা। গত রোববার রাতে গণধর্ষণের একটি অভিযোগে তাদের দুইজনকে নবীগঞ্জ থেকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন নবীগঞ্জ উপজেলার হরিদরপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা হাজী মৃত আব্দুল বারী তালুকদারের ছেলে হাফিজ রাহিম তালুকদার (৩০), ও তার বড় ভাই আব্দুল হামিদ তালুকদারের ছেলে সাইফুল ইসলাম মাসুদ তালুকদার (২০)। এচাড়া এই অভিযোগের অপর আসামি হলেন আব্দুল হামিদ তালুকদারের আরেক ছেলে ফাহিম আহমদ তালুকদার।

সোমবার সকালে এসএমপির কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হকের দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা অভিযোগের রহস্য উদঘাটনে মাঠে কাজ শুরু করেন। প্রথমেই ভিকটিম নারীকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করেন। ওই নারীর দেওয়া তথ্য অনুযায়ী ধর্ষণের সাথে জড়িতদের গ্রেফতার করা হয় এবং নির্দোষ চাচা-ভাতিজাকে থানা থেকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে।

নবীগঞ্জ উপজেলার হরিদরপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের ছেলে পর্তুগাল প্রবাসী বাবুল হোসেন পূর্ব শক্রতার জেরে এই মিথ্যা মামলা নাটক সাজিয়েছেন। পুলিশের সুষ্ট তদন্তে মুক্তি পাওয়া চাচা-ভাতিজার মুখে হাসি ফুটে উঠে। তারা মুক্তি পেয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..