নীরব প্রশাসনকে সরব রাখতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম- ইলিয়াসপত্নী লুনা

প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

নীরব প্রশাসনকে সরব রাখতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম- ইলিয়াসপত্নী লুনা

বিশ্বনাথ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সিলেট-২ আসনের সাবেক এমপি, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নীরব প্রশাসনকে সরব রাখতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রশাসন অনেকটা স্তব্ধভাবে কাজ করছে। কারণ বিগত সময়ে প্রশাসনের লোকজন নিজেদের চাকরি টাকায় সংসার চালায়নি বরং চালিয়েছিল ঘুষের টাকায়। কিন্তু বর্তমানে এমন এক পরিস্থিতির মধ্যে তারা রয়েছে যে না ঘুষ নিতে পারছে, না কাউকে বলতে পারছে।

তাই তাদের কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারেন নি। এখন আর কেউ সাংবাদিকদের কলম থামাবে না। সাংবাদিকরা নির্ভয়ে অন্যায় অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন। অন্যায়কারীর কোন দল নেই, তার পরিচয় সে অন্যায়কারী। তাই তাদের বিরুদ্ধে লিখতে হবে। তিনি গতকাল শনিবার বিকেলে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি কামাল মুন্নার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নবীন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম খান, মানচেষ্টার বিএনপির সভাপতি আব্দুল বাছিত বকুল, বিএনপি নেতা খছরুজ্জামান জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সামছুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ, সাবেক সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুস সালাম, প্রচার ও দপ্তর সম্পাদক মশাহিদ আলী, সদস্য বদরুল ইসলাম মহসিন, শিক্ষানবিশ সদস্য আফজল মিয়া, রামপাশা ইউনিয়ন বিএনপি নেতা ইসলাম উদ্দিন, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা রাসেল মিয়া প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..