নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঠে থাকতে হবে — ইলিয়াসপত্নী লুনা

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫

নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঠে থাকতে হবে — ইলিয়াসপত্নী লুনা

বিশ্বনাথ প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ছাত্র বিপ্লবের ব্যানারে সমন্বিত আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশ থেকে পালিয়ে গেছে। তারা আগেই কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখসন তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের উস্কে দেয়ার চেষ্ঠা চালাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মিরা যারা দেশে আছেন ও বাড়িতে শান্তিতে আছেন তারা ভূলেও উস্কানীতে পা দিবেন না। আপনারা যারা অন্যায় করেননি, বা লুটপাট করেন নি, তাদেরকে হয়রানী করা হবেনা। আমরা চাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর শান্তির ও মানবিক দেশ গড়তে চাই।

তিনি বলেন, আমাদের দাবি ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন। সে আন্দোলনে আমরা সফল হয়েছি। আরেক দাবি ছিল সুষ্টু নির্বাচন এখন আমরা সেটার পথে আছি । বর্তমান অর্ন্তবর্তি সরকার দ্রুত একটি সুষ্ট নির্বাচন উপহার দিবে। এজন্য নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। মানুষের কল্যাণে কাজ করে মানুষের মন জয় করতে হবে। বিএনপি সরকার গঠন করলে মানুষ শান্তিতে থাকবে ও দেশের উন্নয়ন হবে।

শুক্রবার (২১ মার্চ) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথিন বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদল সভাপতি ইসলাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক তোফায়েল আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, পৌর বিনেপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল আহমদ, আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপি নেতা কাওছার আহমদ তুলাই, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সত্তার, সেচ্ছাসেবক দল নেতা রাজন খান, যুবদল নেতা সুমন আহমদ, সেবুল সরকার, ইউনিয়ন ছাত্রদল নেতা জাকির হোসেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা জামাল উদ্দিন। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীকে ফেরত পেতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..