ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ঈসরাইল কর্তৃক গণহত্যা বন্ধের দাবিতে সিলেটের বিশ্বনাথে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা পৌর শহরের মাদানিয়া মাদ্রাসার সামন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুতে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। বিশ্বনাথ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের ব্যানারে অনুষ্ঠিত এ মিছিলে ‘সেইভ গাজা, ফ্রি গাজা, স্টপ কিলিং গাজা, প্রেয়ার ফর গাজা’ লেখা বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে সহ¯্রাধিক মুসলিম জনতা অংশ নেন। এসময় বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মুসলিম নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়া এবং ইসরাইলী সকল পণ্য বর্জনের আহ্বান জানান।

বক্তারা বলেন ‘ইসরায়েল বর্বরভাবে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে, অথচ বিশ্ব শক্তিগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের দাবি জানানো হয়।’

বিশ্বনাথ আলোকিত সুর সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক এম. কাওছার আহমদের সভাপতিত্বে ও উপ-পরিচালক মাওলানা এম মুখতার হোসাইনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাদানিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক সচিব মাওলানা কামরুল ইসলাম ছমির, মোহাম্মদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক, শিক্ষক ও রাজনীতিবীদ মাওলানা কাজী আব্দুল ওয়াদুদ, রাজনীতিবীদ মাওলানা আব্দুল মতিন, সাবেক মেম্বার ও রাজনীতিবীদ আব্দুস সোবহান, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, মাদ্রাসা শিক্ষক মাওলানা ফারহান হোসেন, মাওলানা হাসান বিন ফাহিম, যুবনেতা ওয়াসিম উদ্দিন, ছাত্রনেতা ফাহিম আহমদ। শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..