জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে যন্ত্র দানব ধ্বংস : চাঁদাবাজ চক্র অধরা

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫

জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে যন্ত্র দানব ধ্বংস : চাঁদাবাজ চক্র অধরা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে রাতের আধারে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৪ এ মার্চ) সকাল থেকে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলামের নেতৃত্বে জাফলংয়ের জুমপাড় এলাকায় এ অভিযান চলে। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে ৪ টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস করাসহ একটি এক্সেভেটর জব্দ করা হয়। পাথর খেকো ও চাঁদাবাজ চক্রের সদস্যরা অধরা।  এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলে এরা ফের শুরু করবে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলন।

গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ চক্রকে সরিয়ে বিএনপির একটি শক্তিশালী চক্র পাথর উত্তোলন ও চাঁদাবাজি শুরু করে। এদের সাথে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজরাও। জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে রাতের আধারে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স ও উপজেলা যুবদল নেতা জাহিদ খানের নেতৃত্বে বেপরোয়া লুটপাট ও চাঁদাবাজি করে চলেছে আওয়ামী লীগের সবেদ ড্রাইভার সিন্ডিকেট।

টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৪ টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস করাসহ একটি এক্সেভেটর জব্দ করা হয়েছে। কিন্তু এই চক্রের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই চক্রের এককজন সদস্য ৫ আগস্টের পর আঙ্গল ফুলে কলা গাছ। রহস্যজনক কারণে দলীয়ভাবে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে এই চক্রের সদস্যরা বেপরোয়া।

এ সময় পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মো. বদরুল হুদাসহ পুলিশ ও র‍্যাবের সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম জানান, জাফলংয়ের ইসিএ জোন এর জুমপাড় এলাকায় অবৈধভাবে যন্ত্রদানব দ্বারা পাথর উত্তোলন করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে টাস্কফোর্স গঠন করে অভিযান চালানো হয়েছে। অভিযানে বেঁরিবাধ রক্ষায় বল্লাঘাট থেকে শুরু করে অনেকগুলো গর্তের পাথর তোলার ৪ টি এক্সেভেটরসহ ২০টি শেলু মেশিন ধ্বংস করাসহ একটি এক্সেভেটর জব্দ করা হয়। এ সময় গর্তের মালিকদের পাথর উত্তোলন বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..