সিলেট ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ও ক্যাজুয়ালটি বিভাগে চিকিৎসাধীন রোগী ও নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। হামলায় আহত হন আটজন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ইফতারের পর সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে পথচারীদের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে চারজন আহত হন।
তারা আরও জানান, হামলায় আহত ব্যক্তিরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসার কিছুক্ষণ পরই সড়কে মারামারিকারীদের এক পক্ষ হাসপাতালে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বাধা দিতে গেলে একপর্যায়ে তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগী, নার্স ও ব্রাদারদের ওপর হামলা চালান। এতে আহত হন আটজন।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং তিনজনকে আটক করে পুলিশ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd