বিশ্বনাথে বন্ধ হল বাসিয়ার বর্জ্য অপসারণ কাজ

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

বিশ্বনাথে বন্ধ হল বাসিয়ার বর্জ্য অপসারণ কাজ
বিশ্বনাথ প্রতিনিধি : ৬শত মিটার বর্জ্য অপসারণের কথা বললেও প্রায় ৪শত মিটার বর্জ্য অপসারণ করে ২৮ মার্চ কাজ বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্বনাথ পৌর সভা কর্তৃপক্ষ। বর্জ্য অপসারণ নিয়ে ইতিমধ্যে চলছে নানা জল্পনা কল্পনা।
স্যোসাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়। অনেকেই বলছেন অদৃশ্য সমঝোতায় ময়লা পরিস্কার না করে লোক দেখানো দায় এড়িয়েছে পৌর প্রশাসন ও উপজেলা প্রশাসন। উপজেলা ও পৌর প্রশাসন গত ২২ মার্চ ঘটা করে পরিস্কারের কাজ উদ্বোধন করে। উদ্বোধনে বলা হয় উপজেলা কোর্ট পয়েন্ট হতে টি এন্ড টি মোড় পর্যন্ত বাসিয়া নদীর দুই তীরে সাড়ে ৬শ’ মিটার অংশ পরিস্কার করা হবে কিন্তু  ২৮ মার্চ বাসিয়া নদীর পশ্চিম অংশ পর‌্যন্ত নদীর বর্জ্য নদীর পারে রেখেই কাজ সমাপ্ত বলে জানিয়েছেন পৌর সচিব বদরুজ্জামান।
কাজের সর্বোপরি ব্যয় ৬ থেকে ৭ লাখ টাকা ধরা হলেও গতকাল ২৭ মার্চ পর‌্যন্ত ৪ লক্ষ ৬০ হাজার টাকার কাজ করা হয়েছে বলে জানা গেছে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে। ময়লা অপসারণের এস্কেভেটর ( ভেকু) প্রতি ঘন্টায় ৫ হাজার টাকায় ভাড়া করা হলেও সর্বমোট কত ঘন্টা কাজ করেছে বা তার মোট ব্যয় এর কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।
এছাড়া কাজের শুরুতে আবর্জনা ‘সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ’ তাদের নিজস্ব স্থানে নিয়ে যাবে বলে পৌরসভা থেকে জনানো হলেও শেষ পর‌্যন্ত পৌর সভার কালিগঞ্জে ময়লা অপসারণ করা হয়। বিশ্বনাথ পৌরসভার ফান্ড থেকে ব্যায়ভার বহন করলে কি কারণে সিলেট সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন না করার কারণ অদৃশ্য!
বিশ্বনাথের বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক মোঃ ফজল খান এব্যাপারে জানান; আমরা বাসিয়া নদীর তীরে অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য অপসারণ নিয়ে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছি কিন্ত এত দিন দৃশ্যমান কোন উদ্যোগ নেওয়া হয়নি উপজেলা প্রশাসন থেকে। বরং যখন এই কাজ শুরু করা হয়েছে তখন আমাদের সাথে কোন পরামর্শ ও করেনি  পৌর প্রশাসন। সম্পূর্ণ  অপরিকল্পিত ভাবে বর্জ্য অপসারণের কাজে হাত দিয়ে দখলদারদের দখলের আরো সুবিধা করে দেওয়া হয়েছে। নদীর বর্জ্য নদীর পারেই দাফন করে নদী সংকোচিত করা হয়েছে।
বিষয়টি নিয়ে পৌর প্রশাসক বিশ্বনাথ উপেজেলা সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন কাদের জানান, প্রাথমিক ভাবে আমরা যতটুকু কাজ করার উদ্যোগ গ্রহন করেছি তা সমাপ্ত হয়েছে। বাকী কাজ পরবর্তীতে শুরু করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2025
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..