সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক প্রবাসী পরিবারের উপর হামলা-লুটপাট ও ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে। গত (২৮ মার্চ) উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল গ্রামে একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। এই হামলা-লুটপাট ও ভাংচুরের ঘটনায় প্রবাসীদের ৬০ বছরের বৃদ্ধা মা পাতারুন নেছা বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোক্তরা হলেন, তারুখাল গ্রামের বাদিনীর প্রতিবেশী মৃত আছদ আলীর ছেলে সিদ্দেক আলী (৫০), আব্দুর রশিদ (৪৫), ফয়েজ আহমদ (৩৫), সৈয়দ আলী (৫৫), ও এই গ্রামের আলী আহমদের ছেলে আব্দুল আজিজ (২৬)সহ ৪/৫ জনের একটি দল গভীর রাতে এই কান্ড করেছে।
দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অন্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে দলবদ্ধভাবে বাশের লাঠি, কাঠের রুইল, সুলফি, ডেগার ইত্যাদি নিয়ে ঘটনাস্থলে অতর্কিতভাবে উপস্থিত হয়ে প্রথমে প্রবাসীদের নির্মাণধীন ঘরের কাজ বন্ধ করার জন্য ভয়ভীতি হুমকি দেয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে রাস্তা দখলের বাহনা দেখিয়ে গভীর রাতে ঘুমের মধ্যে বাড়ির মহিলাদের মারধর করে এবং হামলা-লাটপাট ও ভাংচুর চালিয়ে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
এ ঘটনায় মামলা-মোকদ্দমা করিলে প্রবাসী পরিবারের সদস্যদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় জড়াইয়া হয়রানি করিবে বলিয়া হুমকি-ধামকি প্রদান করে চলিয়া যায়। বর্তমানে বিবাদীগণের ভয়ে ও এহেন আচরণে প্রবাসীদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভূগছেন।
বাদিনী পাতারুন নেছা বলেন, আমার ছেলেরা দেশের বাহিরে থাকেন। বাড়িতে কোন পুরুষ লোক নেই। এজন্য এরা সবাই সর্বদা আমাদের সাথে খারাপ আচরণ করে থাকে। আমাদের পরিবারের মহিলারা কেউ ভয়ে তাদের সাথে কথা বলেনি। এরা সবসময় আমাদের গালি দিয়ে থাকে। আমি ভয়ে তাদের টাকা দিয়ে শান্ত রাখি। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গসহ আমার আত্মীয় স্বজনদের সহিত আলাপ আলোচনা করিয়া এবং স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টায় ব্যর্থ হইয়া থানায় অভিযোগ দায়ের করি। আমি এর সুষ্ট বিচার চাই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd