সিলেট ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট :: দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আলহাজ ওসমান গনি বলেন, শিক্ষক শিক্ষার্থীদের শ্রদ্ধা ও সম্মানের সম্পর্কেই ভালো ফলাফল অর্জন সম্ভব। শিক্ষক শিক্ষার্থীদের মাঝে যদি শ্রদ্ধা ও সম্মানের সম্পর্কে দূরত্ব বজায় থাকে তাহলে একটি প্রতিষ্ঠানের জন্য ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয় না। তিনি বলেন, একটি আদর্শ প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে ছাত্র শিক্ষক অভিভাবক তিনের সমন্বয় অতীব জরুরী। এই জায়গায় কোন ফারাক থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের দুই একজন ভালো ফলাফল করলেও এই দুই একজনের ব্যক্তি অর্জন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার জন্য সুনাম বয়ে আনবে না। শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার সুনামের জন্য সম্মিলিত প্রচেষ্টায় শতভাগ ফলাফল অর্জন করতে হবে। তার জন্য সর্বপ্রথম এগিয়ে আসতে হবে অভিভাবকদের। শিক্ষার্থীদের অভিভাবকরা উদাসীন হলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুধু শিক্ষা ব্যবস্থাই ভেঙ্গে পড়ে না,শিক্ষকদের জবাবদিহিতার দায়ভারও থাকে না। শিক্ষার্থীরা ভালো ফলাফল করলে শুধু অভিভাবকরা গর্বিত হয় এমন নয়,জেলা ও উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার সুনাম প্রতিষ্ঠিত হয়। তিনি শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থা ও ভালো ফলাফল না আসার জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের উদাসীনতাকে দায়ী করে বলেন,আমাদের অভিভাবকদের আরো সচেতন হতে হবে,তাদের ছেলে বা মেয়ে স্কুলে এসে কি পড়ছে কি শিখছে তার সম্পূর্ণ তদারকি রাখতে হবে। তখন শিক্ষকরা সচেতনতার সহিত দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের সঠিক ও প্রয়োজনীয় শিক্ষাই দিবেন।
মঙ্গলবার ৮ এপ্রিল সকাল ১১ টায় দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজের ২০০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী এবং খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত না হয়ে,সুশিক্ষায় শিক্ষিত হতে হবে,মনোযোগ সহকারে বারবার প্রশ্ন পত্র পড়ে পরীক্ষা দিতে হবে।কোন রকম আপসেট হওয়া যাবেনা।ধৈর্যের সাথে বুকে সাহস নিয়ে ভালোভাবে বুঝে শুনে প্রশ্নপত্রের উত্তরপত্র ফিলাপ করতে হবে।পরীক্ষা কেন্দ্রে ঢুকে তাড়াহুড়া করা চলবে না।ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে।হাজী ওসমান গনি বলেন,তোমাদের ভালো ফলাফলে শুধু তোমাদের ভবিষ্যৎ নয় শিক্ষকরা গর্বিত হবে এবং প্রতিষ্ঠান ও এলাকার মানুষের জন্য সুনাম বয়ে আনবে গর্বিত হবে সকলে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভিন বেগম,মাস্টার আব্দুল জব্বার,শুভেচ্ছা বক্তব্য রাখেন,সংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা,আফতাব আলী মেম্বার প্রমুখ।
উপস্থিত ছিলেন,সহকারী প্রধান শিক্ষক মৃদুল কান্তি তালুকদার,ধর্মীয় শিক্ষক আব্দুল কাদের সিরাজী,
সহকারী শিক্ষক আজমান শরীফ,বেনু রানী সরকার, শিব্বির আহমদ,শিক্ষক বদরুল ইসলাম,প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আহসানুল হক,হাফিজ গুলজার আহমদ,শরীফ আহমদ সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
পরে পরিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd