সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪
আওয়ামী লীগ নেতার নেতৃত্বে পুলিশ ও বিজিবির নামে চাঁদাবাজি করছেন কোম্পানীগঞ্জ যুবদল নেতা’ শিরোনামে গত ৬ অক্টোবর অনলাইন পত্রিকা ক্রাইম সিলেটে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুস্তাকিম আহমদ ফরহাদ আহবায়ক কমিটির সদস্য নিজাম উদ্দিন, আবু বকর, আলা উদ্দিন, ওসমান গনি, শাহাব উদ্দিন, জামাল উদ্দিন, রফিক আহমদ।
প্রকাশিত সংবাদ এর প্রতিবাদে দাবি করা হয়েছে, যেভাবে সংবাদটি প্রকাশিত হয়েছে তা একপাক্ষিক, একপেশে ও উদ্দেশ্যমূলক। রাজনৈতিক কোন্দলের কারণে একটি কুচক্রী মহল তাদের বিরুদ্ধে এই ধরনের সংবাদ প্রচার করাচ্ছে। প্রতিবাদে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগের ওপর ভিত্তি করা হয়েছে। তাদের রাজনৈতিক আদর্শ ও ক্যারিয়ার ধ্বংস করার জন্য এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। অবৈধ পথে আসা চিনি বিড়ি মদ মাদকদ্রব্যে পুলিশ ও বিজিবির কোন ধরনের চাঁদাবাজিতে সম্পৃক্ত নন তারা। এইরকম ভিত্তিহীন সংবাদ এর তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, আগামীতে উপজেলা যুবদলের বিভিন্ন পদপদবীতে তাদের বঞ্চিত রাখতে একটি কুচক্র মহলের এই ঘৃণিত কাজ। কোন প্রকার অপপ্রচারে ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।
প্রতিবেদকের বক্তব্য: সংবাদটি করা হয়েছে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে। কোনো মহলের প্রভাবিত হয়ে এই প্রতিবেদন করা হয়নি।
প্রতিবাদকারী মুস্তাকিম আহমদ ফরহাদ যুগ্ন আহবায়ক কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd