সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৪
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক – দীর্ঘ ১৯ বছর পর মাতৃভূমি বাংলাদেশ ও জন্মভিটা সিলেট সফরকালীন সময় – আপামর জনসাধারণ যে অকৃত্রিম ভালবাসা দেখিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালেক।
তিনি এক বিবৃতিতে সিলেটবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন – জন্মভিটা সিলেটে পৌঁছানোর পর থেকে সিলেটের জাতীয়তাবাদী আদর্শের সকল শ্রেণীপেশার মানুষ এবং দক্ষিণ সুরমা , ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের সর্বস্থরের মানুষজন আমার সাথে দেখা করেছেন , খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি আমি মুগধ কৃতজ্ঞ এবং আপ্লুত। অনেকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছেন, আমাকেও কাঁদিয়েছেন।
গত ১৬ বছরের দুঃশাসনের করুন গল্প বলেছেন। আওয়ামী স্বৈরাচার দ্বারা ক্ষতিগ্রস্থ – অসংখ্য নেতাকর্মী তাদের দুঃখ , দুর্দশা , নিপীড়ন নির্যাতনের নানা কথা তুলে ধরেছেন – এসব কথা শোনে আমি স্তম্ভিত হয়েছি কষ্ট পেয়েছি হৃদয়ে রক্তক্ষরন হয়েছে।
আমি তাদের আশ্বস্থ করেছি আগামীর বাংলাদেশ হবে ন্যায়ের সুশাসনের। সবাই ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ায় মনোযোগ দিতে উৎসাহ জানিয়েছি।
একই বিবৃতিতে সফরকালীন সময়ে কিছু অনাকাঙ্খিত ঘটনার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন , র্দীঘদিন দেশের বাইরে থাকায় আমি অনেককেই চিনতে পারিনি। গত স্বৈরাচার আমলের দোসর , সুবিধাভোগী আমার অজান্তে আমার পাশে এসে ছবি তোলেছে।
বিভিন্ন প্রোগ্রামে আমার পেছনের চেয়ারে গিয়ে বসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি দেয়। এদের আমি চিনতে পারিনি, না হলে অবশ্যই আমি তাদের বারণ করতাম। আমি সাচ্ছা জাতীয়তাবাদী সৈনিক – স্বৈরাচারের দোসর সুবিধাভোগীদের বিরুদ্ধে আমার লড়াই নিরন্তর। ভবিষ্যতে যেন এমনটি আর না হয় – আমি এবং সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের সহযোদ্ধা যারা আছে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd