বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় নিখোঁজের ২৮ দিনেও (প্রায় এক মাসেও) তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রয়াত প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মোক্তাদিরের বড় ছেলে খালেদ আহমদের সন্ধান মেলেনি। এঘটনায় খালেদ আহমদের পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গত ১ নভেম্বর খালেদ আহমদ নিখোঁজ হন। গত ৩ নভেম্বর খালেদ আহমদের নিখোঁজের বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম সিলেটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
নিখোঁজ খালেদ আহমদের পরিবারের লোকজনের ভাষ্য, আমরা সন্দেহ করছি বিএনপি পরিবারের সদস্য হওয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে (খালেদ আহমদকে) হত্যা করে তাঁর লাশ গুম করা হয়েছে।
সরেজমিনে এলাকায় গিয়ে জানা গেছে, নিখোঁজ খালেদ আহমদ তার জীবদ্দশায় বেশিরভাগ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সময় ব্যয় করতেন। তার ভালো কাজের কথা এলাকার লোকজনের মুখে মুখে শুনা যায়। অনেকেই কান্নাজড়িত কন্ঠে তার ভালো কাজের কথা বলে আহাজারি করেন।
এদিকে খালেদ আহমদের পরিবারের লোকজন একাধিকবার থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন। থানায় জিডি করতে চেয়েছেন। কিন্তু পুলিশ কোনো সহযোগিতা করে নাই।
Sharing is caring!