সিলেট ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএলের) টিকিট ছাড়াই মিলছে (গ্র্যান্ড স্ট্যান্ড) ভিআইপি আসন। দেড় হাজার টাকা চুক্তিতে বিসিবির কার্ডধারী নিরাপত্তাকর্মী (সিকিউরিটি) নিজেই বিসিবির গাড়ি দিয়ে নিয়ে যান ভিআইপি গ্যালারিতে।
শুক্রবার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইটের পাশে এনাম নামে এক সিকিউরিটিকে পাকড়াও করে জনতা ও গণমাধ্যম কর্মীরা। পরে তাকে নিয়ে যায় স্টেডিয়ামের অপর দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এই ঘটনার পরপর সংশ্লিষ্টরা তার কার্ড জব্দ করেন ও ঢাকায় বিষয়টি অবগত করেন।
জানা যায়, শুক্রবার দুরন্ত রাজশাহী-খুলনা টাইগার্সের ম্যাচ চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইটের পাশে টিকিট কালোবাজারি চক্রের পাশে বিসিবির সিকিউরিটি গার্ড এনামকে পাওয়া যায় টিকিট ছাড়া দেড় হাজার টাকার বিনিময়ে গ্র্যান্ড স্ট্যান্ড (ভিআইপি) গ্যালারিতে বসিয়ে দেয়ার দর কষাকষি করছেন। এ সময় পরিচয় গোপন রেখে সেখানে গিয়ে এই প্রতিবেদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা দর্শক সেজে কথা বলেন এনামের সাথে। তখন তিনি বিসিবির লোক পরিচয় দেন ও দেশের সব ভেন্যুতে তিনি কাজ করতে পারেন বলে জানান। এসময় নিজের পরিচয় দিতে দেখান বিসিবি কর্তৃক তাকে দেয়া কার্ড ও ওয়াকিটকি। এসময় সাংবাদিক পরিচয় দিলে মূহুর্তে সব অস্বীকার করেন সিকিউরিটি এনাম। সঙ্গে সঙ্গে জনতা তাকে পাকড়াও করে বিসিবির দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করে।
এমন কর্মকান্ডে ক্ষুব্ধ দর্শকরা। তারা বলছেন বিসিবির কর্মচারীরা এভাবে কালোবাজারিদের সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে ফাঁদে ফেলে বেশি দামে টিকিট বিক্রি করে।
এব্যাপারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কমিনিউটির সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী বলেন, এনাম ঢাকা থেকে এসেছিলো। ঘটনাটি জানতে পেরে আমরা সঙ্গে সঙ্গে তার কার্ড জব্দ করেছি। সেই সাথে ঢাকায় জানানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা ঢাকা থেকে গ্রহণ করা হবে।কারণ কার্ড ওইখান থেকে দেয়া হয়েছিল।
এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, স্বৈরশাসকের দোসররা এখনো বিসিবিতে ঘাপটি মেরে রয়েছেন৷ যারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কর্মরতদের যোগসাজশে টিকেট কালোবাজারি করছেন। এদের চিহ্নিত করে ম্যানেজমেন্টের কাছে তালিকা দেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd