সিলেট ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: নানা শ্রেণিপেশার বিশিষ্টজন এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাদরে অংশগ্রহনে দৈনিক জৈন্তা বার্তার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দৈনিক জৈন্তা বার্তার দক্ষিণ সুরমা কার্যালয়ে এই আয়োজন করা হয়। এতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ ও নানা শ্রেণিপেশার বিশিষ্টজন অংশ নেন। এসময় নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ফারুক আহমদ, শুভেচ্ছা বক্তব্য দেন এবং জেলা-উপজেলা প্রতিনিধিদের হাতে পরিচয় পত্র তুলে দেন জৈন্তা বার্তার সহকারী সম্পাদক মাসুম ইফতেখার রসুল শিহাব।
এসময় উপস্থিত ছিলেন-জৈন্তা বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মলয় দত্ত মিঠু, জৈন্তা বার্তার উপ-সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, বার্তা সম্পাদক আনন্দ সরকার, সহকারী বার্তা সম্পাদক রাজীব আহমদ রাসেল, নিজস্ব প্রতিবেদক মুহাজিরুল ইসলাম রাহাত।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাকিম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুসাইন, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা দিপু, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) মো. মাহফুজুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক আব্দুল হান্নান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমেদ হেলাল, সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) ইউসুফ আলী, সিলেট উইমেন্স জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সেলিনা বেগম চৌধুরী, লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিরুল আলম খান।
আরও উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের ব্যুরো প্রধান মুকিত রহমানী, নিজস্ব প্রতিবেদক ফয়সল আহমদ বাবলু, ইউএনবির সিলেট প্রতিনিধি মহসিন আহমদ, আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, সিনিয়র সাংবাদিক বাবর হোসেন, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরী, দৈনিক যুগভেরীর নিজস্ব প্রতিবেদক এম এ মালেক, দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান মিঠু দাস জয়, দৈনিক উত্তর পূর্বের নিজস্ব প্রতিবেদক ভবরঞ্জন মৈত্র বাপ্পা, দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক রণজিৎ কুমার সিংহ, আলোকিত সিলেটের বার্তা সম্পাদক আবুল হোসেন, এনটিভি ইউরোপের সিলেট জেলা প্রতিনিধি আফজালুর রহমান, সাংবাদিক জিকরুল ইসলাম, মেহদী হাসান মিজু, দৈনিক খবরের কাগজের সিলেট প্রতিনিধি শাকিলা ববি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, স্টাফ ফটো সাংবাদিক মামুন হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সময় টেলিভিশনের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার জয়ন্ত কুমার দাশ, সাংবাদিক তাহের আহমদ, আজকের পত্রিকা ডিজিটালের সিলেট প্রতিনিধি রুম্মান আহমদ প্রমূখ।
এসময় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেন, জৈন্তাবার্তা বলতেই বৃহত্তর জৈন্তার কথা মনে পড়ে। তাই দৈনিক জৈন্তাবার্তা বৃহত্তর জৈন্তার নামকে বিশ্বের দরবারে তোলে ধরছে। দৈনিক জৈন্তাবার্তা সত্য লেখনির মাধ্যমে পাঠকের মন জয় করেছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নির্যাতিত মানুষের পাশে থাকবে।
এছাড়া ‘আদি সিলেটের হৃদয় হতে’ স্লোগানে দৈনিক জৈন্তাবার্তার অভিযাত্রায় বঞ্চিত মানুষের মুখপত্র হিসেবে অন্যায়, অবিচার, অনিয়মসহ নানা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। সত্য প্রকাশে অবিচল থেকেছে। ফলেই বৃহত্তর সিলেটের পাঠকের অন্তরে ঠাঁই করে নিয়েছে।
এছাড়া ইফতার মাহফিলে সিলেট জেলার সিলেট সদর, গোয়াইনঘাট, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ, মৌলভীবাজার জেলার মৌলভীবাজার প্রেসক্লাব, জুড়ী, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলার ছাতক, জামালগঞ্জ, জগন্নাথপুর, তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং হবিগঞ্জ জেলার হবিগঞ্জ, বাহুবল, চুনারুঘাট, নবীগঞ্জ, মাধবপুর, আজমিরীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd