সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় অবৈধ চোরাকারবারি ব্যবসায় জড়িতদের হামলায় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিজিবি)’র কয়েকজন সদস্য গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি সময়ে জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে আওয়ামী লীগ নেতা আলোচিত চোরাচালানকারি ও লাইনম্যান আব্দুল করিম ওরফে বেন্ডিস করিমের নেতৃত্বে ভারতীয় অবৈধ চোরাচালান ব্যবসা অনেকটা অপেন হয়ে পড়েছে।
শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের
টিপরাখলা বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমানা পিলার-১২৮৮ নম্বর সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় গরু-মহিষ সহ নানা অবৈধ পন্য বাংলাদেশ প্রবেশের খবর পেয়ে জৈন্তাপুর রাজবাড়ি সীমান্ত ফাড়িঁ (বিজিবি)’র টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হলে চোরাকারবারিরা তাদের উপর হামলা করেন। আর এই হামলার নেপথ্যে রয়েছে আলোচিত চোরাচালানকারি ও লাইনম্যান বেন্ডিস করিম। বিজিবির অভিযান থেকে চোরাই পণ্য ছিনিয়ে নেওয়ার জন্য এই হামলা চালানোর হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।
এতে ২জন বিজিবি সদস্য আহত হন।আহত বিজিবি সদস্যরা হলেন, হারুনুর রশিদ (৩৫) ও মো. জমশেদ হোসেন (২৯)। এসময় স্থানীয় ও বিজিবি’র অন্য সহযোগিরা আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেন।
গুরুত্বর আহত হওয়ায় এক বিজিবি সদস্য-কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে জৈন্তাপুর বিওপি’র দায়িত্বরত ক্যাম্প কমান্ডারের যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্প কমান্ডার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, চোরাকারবারিদের হামলায় টহল দলের দুইজন বিজিবি সদস্য আহত হয়ে চিকিৎসাধীন আছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন পরে বিস্তারিত জানতে পারবেন।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিষয়টি জানিনা তবে কোনো পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd