সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:২৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলোচিত শীর্ষ চাঁদাবাজ কামরুলকে গ্রফতার করেছে র্যাব-৯।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট থানাধীন লেঙ্গুড়া এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অভিযান পরিচালনা করে তাকে গ্রফতার করেন।
গ্রেফতারকৃত আসামী কামরুল ইসলাম (২৬), সে গোয়াইনঘাট থানাধীন লেঙ্গুড়া গ্রামের মৃত কুস্তর আলীর ছেলে।
চাঁদাবাজি মামলার ১নং আসামী কামরুল ইসলামকে গোয়াইনঘাট থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানার এফআইআর নং-২৮ মামলা রয়েছে। এই মামলার ১ নং আসামি কামরুল ইসলাম।
এক প্রেসবিজ্ঞপ্তিতে কামরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
অভিযোগে প্রকাশ : লেঙ্গুড়া গ্রামের বাসিন্দা আলোচিত চাঁদাবাজ কামরুল ইসলাম। গোয়াইনঘাট বড় ব্রীজের পশ্চিম পাশে প্রতিদিন চাঁদাবাজি করে আসছে। স্থানীয়দের পক্ষ থেকে বার বার প্রতিবাদ করলেও কোন লাভ হয়নি।
ফলে সে চাঁদাবাজিতে ভয়ংকর হয়ে উঠে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd