সিলেট ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, মে ৭, ২০১৮
ফাহাদ হোসইন, গোলাপগঞ্জ থেকে : গোলাপগঞ্জে প্রতিপক্ষের হাতে এসএসসি ফলপ্রত্যাশী আমির হোসেন সবার মায়া ছেরে চলে গেলে ও রয়ে গেছে অস্যখ স্যৃতি। আজ ফল বেরিয়েছে, পাস করেছেন তিনি। কিন্তু তিনি নেই; ছুরিকাঘাতের শিকার হয়ে মারা গেছেন আমির। পরিবারের কাছে তাই আমির হোসেনের ফল কান্না হয়ে এসেছে।আমির হোসেন সিলেটের গোলাপগঞ্জের মানিকোনা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ছিলেন। গত ১৭ এপ্রিল রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতের শিকার হন এসএসসি ফল প্রত্যাশী এই কিশোর। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।রোববার (৬ মে) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, এবারের এসএসসি পরীক্ষায় ৩.৫৬ জিপিএ পেয়ে পাস করেছেন আমির হোসেন। কিন্তু এই ফল আর জানা হলো না আমিরের।আমিরের এই ফলাফল জেনে বিষাদ ভর করে পরিবারের সদস্যদের মাঝে। পরিবারের সদস্যরা ছেলের ছবি ও পরীক্ষার কাগজপত্র দেখে বার বার কান্নায় ভেঙে পড়ছেন আমিরের চাচাতো ভাই মাহবুব হোসাইন বলেন, আমিরের আজ এসএসসি পরীক্ষার ফলাফল বের হয়েছে। কিন্তু সে জানতে পারলো না। আমিরের মা ফলাফল শুনে শুধু কান্না করছেন। হায়েনারা তাকে বাঁচতে দেয়নি। আমি তার খুনিদের ফাঁসি চাই।প্রসঙ্গত, গোলাপগঞ্জ উপজেলার শরীগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের আব্দুল হকের পুত্র আমির হোসেন গত ১৭ এপ্রিল ছুরিকাহত হয়ে পরেরদিন মারা যান। এ ঘটনায় নিহতের মা পারভিন বেগম বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে পুলিশ এ মামলায় ৪ জন এজাহারভুক্ত আসামিকে আটক করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd