সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮
জয়নাল আবেদীন, শ্রীমঙ্গল :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় উত্তর ভাড়াউড়া এলাকায় একটি বাড়িতে চুরি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাড়ির মালিক মোঃ জসিম উদ্দিন জানান,গত১৭ই মে বৃহস্পতিবার সকালে স্বপরিবারে আত্মীয় বাড়িতে বেড়াতে যান তারা। রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বারান্দার গেইটের ও ভিতরের দরজার তালা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে চক্র দল। পরে স্টিল আলমারিতে রাখা ২ লাখ ৮০ হাজার টাকা ও সাত ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মোঃ জসিম উদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd