মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়,গত ২৩ মে জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারের মনির ট্রেডার্স/২ এর মালিক মোঃ সোহেল আহমেদ সাংবাদিকদের নিকট জানান, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান মনির ট্রেডার্স/২ এর অনুকুলে এনজিও সংস্থা ব্র্যাক জুড়ী শাখার মাইক্রোফাইন্যান্স কর্মসূচী ‘প্রগতি’র আওতায় ২০১৬ সালের ১৯ অক্টোবর প্রথম বার ৪ লাখ টাকা ঋৃণ গ্রহণ করেন।
এই ঋৃণ যথারিতি পরিশোধ পূর্বক ২০১৭ সালে ২১ সেপ্টেম্বার পুনরায় ৬ লাখ টাকা ঋৃণ গ্রহণ করেন।
মোঃসোহেল আরো জানান, তার ঋৃণের কিস্তি পরিশোধ বাকি থাকতেই শাখা ব্যবস্থাপক তাকে ১০ লাখ টাকা ঋৃণ প্রস্তাব করেন এবং টাকা পেতে হলে তাকে মেয়াদ উর্তিন্যের পূর্বেই সমুদয় কিস্তি পরিশোধ করতে বলেন। পুরো বিষয়টি তদারকির দায়িত্বে থাকা ফিল্ড কর্মকর্তা জসিম উদ্দিন ও শাখা ব্যবস্থাপক সত্যজিৎ চৌধুরীর পরামর্শে মেয়াদ উত্তির্ণের ৪ মাস পূর্বেই গত ১০ মে একই দিনে ২টি রশিদে ৪ কিস্তির টাকা এক সাথে জমা নেয়া হয়। তার পর কাগজপত্র ঠিকঠাক করতে কিছু নগদ অর্থ নেয়া হয়। অতপর ১০ লাখ টাকার বিপরীতে ৫০ হাজার টাকা ঘুষ দাবী করেন ওই দুই কর্মকর্তা। কিন্তু সোহেল ঘুষের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সোহেলের সাথে তারা বিভিন্ন অজুহাত তুলে ধরতে থাকে।
এবিষয়ে ব্র্যাক জুড়ী শাখা ব্যবস্থাপক সত্যজিৎ চৌধুরী ঘুষ দাবীর বিষয়টি অস্বীকার করে বলেন, মনির ট্রেডার্সের মালিক মোঃসোহেল আহমদ আমাদের কাছ থেকে ঋৃণ নিয়ে খুব ভালো ভাবেই পরিশোধ করছেন। কিন্তু মেয়াদ উত্তীর্ণের ৪ মাস পূর্বেই তার কাছ থেকে একসাথে টাকা নেয়ার বিষয়টি আমার জানা নেই। আমি বিষয়টি খতিয়ে দেখবো।