বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত আনোয়ার আলী নামের ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি শুক্রবার পৌনে রাত ১২টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ন্তি আনোয়ার আলী উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামের মসকন্দর আলীর ছেলে। খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে ছুটে যায়। এরিপোর্ট রাত ২টায় লেখা পর্যন্ত পুলিশ হাসপাতালে অবস্থান করছে বলে জানাগেছে। নিহতের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, বর্তমানে আমরা হাসপাতালে অবস্থান করছি।
জানাগেছে, উপজেলার অলংকারি ইউনিয়নের লালটেক গ্রামের মসকন্দর আলী ও সিদ্দেক আলীর লোকজনের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ২৫ মে শুক্রবার বিকেলে তাদের মধ্যে কথাকাটাটি হয়। এরই এক পর্যায়ে সিদ্দেক আলী লোকজন মসকন্দর আলীর লোকজনের ওপর হামলায় চালায়। এতে মসকন্দর আলী ও তার ছেলে আনোয়ার আলী গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ১২টায় আহত আনোয়ার আলী মারা যান।
Sharing is caring!