সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মে ২৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে একটি সুরক্ষিত ফ্লাটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা ভবনের ফ্লাটে ঢুকে ডায়মন্ড সেট, স্বর্ণালংকার, নগদ টাকা ও মুল্যবান জিনিসপত্রসহ অর্ধকোটি টাকার মালামাল লুঠে নেয়।
শনিবার দিনগত রাত ১০টার দিকে নগরীর উপশহর স্প্রিং টাওয়ার-২ এর ৫ম তলায় প্রবাসী ফেরদৌসী রহমানের ফ্লাটে এ ঘটনা ঘটে।
বাসার বাসিন্দা ফেরদৌসী রহমান জানান, ঘটনার সময় তিনি জরুরী প্রয়োজনে বাসার বাহিরে ছিলেন। রাত দেড়টায় বাসায় ফিরে মালামাল তছনছ করা দেখতে পান।
তিনি বলেন, সংঘবদ্ধ চুরেরা ৩০ লাখ টাকা মুল্যের ডায়মন্ডের গহনা সেট, ২০ লাখ টাকার মূল্যের ৫০ ভরি স্বর্ণালঙ্কার, ১টি আইফোন ও ক্যামেরা লুঠে নেয়। ঘটনাটি শাহপরান থানায় জানিয়েছেন।
শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। সুরক্ষিত ফ্লাটে চুরির এমন ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd