বিশ্বনাথ প্রতিনিধি :: জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে প্রার্থী ঘোষনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার (২৮ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রফেসার ডা. মোয়াজ্জেম হোসেন খান সিলেট ২ আসনের প্রার্থী হিসেবে মাওলানা মুহাম্মদ আমীর উদ্দিনকে ঘোষনা করেন।
মাওলানা আমীর উদ্দিন বাংলাদেশ মুহাহিদ কমিটি বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ উপজেলা শহরের পুরানবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুর রহমান। সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আমীর উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা সাঈদ আহমদ, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সভাপতি নজির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ফখরুদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মুফতি মাওলানা লুকমান খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে মোনাজাত করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়জুর রহমান।
Sharing is caring!