বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন বলেছেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে পুনঃরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে আসন্ন নির্বাচনে তৃণমূল থেকে শুরু করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকা বিজয়ী হলে অব্যাহত থাকবে দেশের উন্নয়নের ধারা ও সর্বস্তরের মানুষের প্রাপ্য অধিকার পাওয়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে সাগর-মহাকাশ বিজয়ের পাশাপাশি দেশ রয়েছে উন্নয়নের মহাসড়কে। আওয়ামী লীগ জনগণকে দেওয়া নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে পারে বলেই বার বার দেশবাসী আওয়ামী লীগকে রাষ্ট্রিয় ক্ষমতায় বসান।
তিনি বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে, কৃষকদেরকে বিনামূল্যে সার-বীজ প্রদান করে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রাম পর্যায়ের জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকার সর্বস্তরের মানুষকে নিজেদের প্রাপ্য অধিকার প্রদান করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে এলাকার সর্বস্থরের মানুষ সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জননেতা আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী’কে চান। আর ভোটের দিন নৌকা প্রতিকে ভোট দিয়ে তাঁকে নির্বাচিত করে পূর্বের মতো এলাকার উন্নয়নের ধারাবাহিকতা আবারও ফিরিয়ে আনতে চান।
অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী আরশ মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী তফজ্জুল আলী মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল-ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব মাওলানা একেএম মনোহর আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিম আহমদ সেলিম, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, শাহ ফয়েজ আহমদ সেবুল, মকদ্দছ আলী, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সহ দপ্তর সম্পাদক নূরুল হক মেম্বার, কার্যনির্বাহী সদস্য আনোয়ার আলী, উপজেলা যুবলীগ নেতা শাহ শহীদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জুবের আহমদ।
বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী হিরা মিয়া, যুবলীগ নেতা রেহান উদ্দিন, অলংকারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ, সহ সভাপতি আবসান খান, ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম গালিব। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আছকির আলী ও স্বাগত বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা এমরানুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, যুক্তরাজ্য প্রবাসী আছাব আলী, আওয়ামী লীগ নেতা রুকন নিয়াজী, শামছুল ইসলাম, তবারক আলী, সমসের আলী, মুজিবুর রহমান, আবদুল মুতলিব, রিয়াজ উদ্দিন মেম্বার, রফিক মিয়া মেম্বার, শায়েস্তা মিয়া, আবদুল জব্বার, আবদুস ছালাম, সমছু মিয়া, নুরুল ইসলাম, যুবলীগ নেতা অ্যাডভোকেট সায়েদ আহমদ, ফুলকাছ মিয়া, দিলশাদ আহমদ, দুলা মিয়া, শফিক মিয়া, আবুল কালাম, আনর মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ, আশরাফ উদ্দিন, জুয়েল আহমদ, রকিব আহমদ, আসাব আহমদ, কামরুল ইসলাম, জাকারিয়া আহমদ, সুমন আহমদ, নোমান আহমদ, আবু তাহের জামিল, নুরুল আহমদ, জামাল আহমদ, জুবের আহমদ, সালাম আহমদ প্রমুখ’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও দলের বিভিন্নস্তরের নেতাকর্মী।
Sharing is caring!