সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুন ২, ২০১৮
স্টাফ রিপোটার :: একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করে যে সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে সন্ত্রাসী হামলায় এক স্কুলছাত্র আহত হয়েছে। তার নাম বাউল শাহ। সে উপজেলার হাদারপারার পীরেরবাজার কলামা গ্রামের ফজলু মিয়ার ছেলে। বাউল শাহ স্থানীয় আনন্দ ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণীর ছাত্র।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার বিকেল ৩টায় সন্ত্রাসী খোকন , কালাম, সালাম ও নিমাই মিলে তাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এমনকি তারা তাদের সংবাদের পরিপ্রেক্ষিতে খোজ নিয়ে জানাযায় জাফলং এলাকায় এরকম কোন ঘটনা কোন স্থানে ঘঠেনি। আরও একটি বিষয় উল্লেখ্য যে হাদারপার পীরের বাজার কলামাবাদ গ্রাম পূর্ব জাফলং থেকে প্রায় ৩০ কিমিঃ রাস্তা দূরত্ব।
এই পত্রিকার কতৃপক্ষ তা জানেনা যে জাফলং কোথায় আর রুুস্তমপুর কোথায় এবিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে সমালোচনা। কারন একটা অনলাইন নিউজ পোর্টালে এভাবে সঠিক তথ্য না জেনে সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্য সংবাদ প্রকাশ করা কি তাদের কাজ। এলাকার সাধারণ জনগন জানান এমন হলুদ সাংবাদিকতা ও মিথ্যা সংবাদে অতিষ্ট তারা। মানুষজন আরও জানায় আমাদের জাফলংয়ে বেশীর ভাগ হলুদ সাংবাদিকদের হলুদ সাংবাদ প্রকাশ করে যা আ আমাদের দৃষ্টি গোচর হয়। তারা প্রকাশ করবে কি তাদেও নামটিও সঠিক করে লিখতে পারেনা। এই হলুদরা কিছু লেখাপড়ার কোন সার্টিফিকেট নেই কিন্তু তারা বিভিন্ন চ্যানেল ও পত্রিকার নাম বিক্রি করে যা চাঁদাবাজি ছাড়া আর কিছু না। এসকল হলুদ সাংবাদিকদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের এর সুদৃষ্টি কামনা করেছেন এলাকার শান্তিকামী জনসাধারণ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd