সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জুন ২১, ২০১৮
ডেস্ক নিউজ :: সিলেট নগরীর মিরাবাজার এলাকায় পাথরের আঘাতে স্বপন আহমদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত স্বপন সিলেট নগরীর মিরাবাজারের মৌসুমী আবাসিক এলাকার ৭৬ নম্বর বাসার বাসিন্দা মৃত আহমদ মিয়ার পুত্র।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ক্রাইম সিলেট কে জানান, গতকাল রাতে পারিবারিক বিরোধের জেরে নগরীর মিরাবাজারে স্বপন আহমদ নামের এক যুবককে তাঁর মামাতো ভাই সোহেল পাথর দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ সকালে স্বপন চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে জানান ওসি।
তিনি আরও বলেন, দুপক্ষই একে অপরের আত্মীয় হওয়ার সুবাদে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের উদ্যোগ নেয়। পরে পুলিশের হস্তক্ষেপে মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd