সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে শিরনির দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে হাওরের ঢেউয়ের কবলে পড়ে নৌকা ডুবিতে এক মহিলা সহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো দু’শিশু সহ ৫ জন।’
নিহতরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রামের মো. সাজিদুর রহমানের স্ত্রী হোসনে আরা বেগম (২২) ও পাশর্^বর্তী জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের জাল্লাবাদ গ্রামের মৃত ফুরকান আলীর ছেলে নৌকার মাঝি মো. এমদাদুল হক (৬০)।
রবিবার সন্ধায় দক্ষিণ সুনামগঞ্জের জোরসিংহা হাওরে এ নৌকা ডুবিতে ওই হতাহতের ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার জামালগঞ্জ উপজেলা থেকে ৭ জন নারী , শিশু ও পুরুষরা একত্রিত হয়ে হাতে বাওয়া ছোট নৌকাযোগে পার্শ্ববর্তী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামে এক আত্বীয়ের বাড়িতে শিরনির দাওয়াত খেতে যান।’ দাওয়াত খাওয়া শেষে ওই নৌকায় করে ফের জামালগঞ্জে বাড়ি ফেরার পথে ৭ যাত্রী কেশবপুর থেকে মুক্তাখাই গ্রামে যাওয়ার সময় পাশর্^বর্তী জোরসিংহা হাওরে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন ছোট নৌকা নিয়ে এসে দু’ শিশুসহ ৫ জনকে উদ্ধার করলেও এক মহিলা ও নৌকার মাঝি নিখোঁজ হন।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার (ওসি) মো. ইফতেখার হোসেন চৌধুরী নৌকা ডুবিতে দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে রাত সাড়ে ৮টায় বললেন, সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার কেশবপুর শিমুল বাগান সংলগ্ন জোরসিংহা হাওরে অবস্থায় হোসনে আরা বেগম ও নৌকার মাঝি এমদাদুল হকের লাশ উদ্ধার করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd