রোটাঃ ইঞ্জি.মঈনুল রোটারী অব দ্যা ইয়ার নির্বাচিত

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮

রোটাঃ ইঞ্জি.মঈনুল রোটারী অব দ্যা ইয়ার নির্বাচিত

স্টাফ রিপোর্টার :: রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর বার্ষিক এ্যাওয়ার্ড গিভিং অনুষ্টানে গত ২৯ জুন ২০১৮ ইং তারিখে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। অনুষ্টানে রোটারীয়ান ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধূরী ক্লাবের শ্রেষ্ঠ রোটারিয়ান হিসাবে ” রোটারী অব দ্যা ইয়ার ” নির্বাচিত হন।

অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নর্থ ইস্ট ইউনিভাসির্টিও ভাইস সেন্সলার প্রেফেসর ড. আফুল হাই শিবলী ইঞ্জিঃ মঈনুলকে পদক তোলে দেন।

উল্লেখ্য রোটাঃ মঈনুল ইসলাম ২০১৭-১৮ রোটাবর্ষে সিলেটের বিভিন্ন জায়গায় গরীব মানুষের চিকিৎসা, নগদ অর্থ, দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি ও বই সহ ভর্তি অসহায় মানুষকে ঘরবাড়ি তৈরী সহ বিভিন্ন সামাজিক কাজ কর্ম করে তিনি ” রোটারী অব দ্যা ইয়ার ” নির্বাচিত হন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..