ফটো সাংবাদিক ইদ্রিছ আলীর উপর হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮

ফটো সাংবাদিক ইদ্রিছ আলীর উপর হামলার ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার :: দৈনিক সংবাদ ও সিলেটভিউ২৪ডটকম’র নিজস্ব চিত্রসাংবাদিক ইদ্রিছ আলীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সিলেটের এয়ারপোর্ট থানায় এ মামলা দায়ের করা হয়। মামলা নং ০৩।

সোমবার বিকেলে এসএমপি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন বলেন, চিত্রসাংবাদিক ইদ্রিছ আলীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি আহত চিত্রসাংবাদিক ইদ্রিস আলী। তিনি জানান, মামলায় ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ইদ্রিছ আলী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেববাজারের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ইলিয়াস আলীর ছেলে।

প্রসঙ্গত, রোববার বিকালে স্মার্টকার্ড আনতে ইউনিয়ন অফিসে যান ইদ্রিছ আলী। সেখানে মানুষের ভিড় দেখে বাড়িতে রওয়ানা দেন তিনি। ধোপাগুল ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের সামনে যাওয়ার পর ছয়জন যুবক ক্রিকেটের স্টাম্প ও ব্যাট নিয়ে ইদ্রিছের ওপর হামলা চালায়। তারা বেধড়ক মারপিট করে তাকে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় ইদ্রিছকে মারপিট থেকে বাঁচাতে স্থানীয় বরণগ্রামের চান মিয়ার ছেলে ডা. ফরিদ আহমদ এগিয়ে আসেন। কিন্তু তাকেও মারধর করে হামলাকারীরা।

ইলিয়াস আলী হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেছেন। হামলাকারীরা হলো ধোপাগুলের আব্দুল জব্বারের ছেলে রাজন আহমদ রাজু (২৮) ও সুজন আহমদ (২৪), লাল মিয়ার ছেলে শিমুল (২৭), ইছরাখ আলীর ছেলে রিপন আহমদ এবং কছির মিয়া ও রুহেল নামের দুই যুবক।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..