গোয়াইনঘাটে বাবুল চেয়ারম্যানের মদদে দিনমজুর বশিরের উপর হামলা

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮

গোয়াইনঘাটে বাবুল চেয়ারম্যানের মদদে দিনমজুর বশিরের উপর হামলা

স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ২য় খন্ডের মৃত সিরাজ উদ্দিনের পূত্র বশির উদ্দিন (৫০) এর উপর ফতেহপুর ৩য় খন্ড নামক স্থানে হামলা করা হয়।
জানা যায়, ৬ নং ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল এর মদদে গত শুক্রবার (২৮ জুন ) জুমার নামাজে যাওয়ার পথে বশির উদ্দিনের উপর হামলা চালানো হয়। বশির উদ্দিনে চিৎকার শুনে স্থানীয় এলাকার লোকজন এসে গুরুতর আহত অবস্তায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে বশির উদ্দিনের অবস্তা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানায় সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল দীর্ঘদিন থেকে এলাকায় শিপলু মিয়ার মালিকানাধীন একটি প্রজেক্টে ঠিকাধারী দায়িত্ব পালন করে এলাকার নিরুহ মানুষের উপর অত্যাচার করে আসছে। এমকি এলাকার মানুষের ঘরবাড়ি দখল করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফতেহপুর ২য় খন্ড গ্রামের মদরিছ আলীর পূত্র শাহাব উদ্দীন জানান সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুল আমাদের এলাকায় শিপলু মিয়ার একটি প্রজেক্টের কাজ করছে। এই কাজে আমাদের সমস্ত এলাকার মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে বাবুল আমরা কেউ তাদের বিরুদ্ধে কথা বললে মামলা ফাঁসিয়ে দেয় আমার বর্তমানে ৬ টি মামলা আছে আমি তাদের এখন একদম নিরুপায়।
এলাকার আরও এক অসহায় লোক বশির উদ্দিনের সাথে আলাপ কালে তিনি বলেন, জিল্লু মিয়া একটি প্রজেক্ট করছেন ভালো কথা আমাদের এলাকার সুনাম কিন্তু তার ঠিকাদার বাবুল চেয়ারম্যানকে দিয়ে আমাদের একেরপর এক অত্যাচার চালিয়ে যাচ্ছেন। তাদের হাত থেকে আমাদের এলাকার কেউ রক্ষা পাইচ্ছিনা আমাকে ৪টি দিয়ে হয়রানি করছে।
এই বাবুল বাহিনীর হাত থেকে রক্ষা পেতে এলাকার নিরুহ মানুষজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এবং বশির উদ্দীনের উপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..