সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৮
স্টাফ রিপোর্টার :: জামায়াতে ইসলামিকে ছাড়াই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে ২০ দলীয় জোট নেতৃবৃন্দের সমন্বয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক। সদস্য সচিব করা হয়েছে বিএনপির কেন্দ্রিয় নিবার্হী কমিটি ক্ষুদ্র ঋণ বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে।
গত বৃহস্পতিবার রাতে নগরীর কাজিটুলাস্থ সদর উত্তর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোরআন তেলাওয়াত করেন খেলাফত মজলিসের সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ২০দলীয় জোট ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিজয় সুনিশ্চিত।
বক্তারা বলেন, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে নগরবাসী তাদের ভোট দেয়ার জন্য উদগ্রিব হয়ে আছে। তাদের পছন্দের প্রার্থীকে পছন্দের প্রতীকে তারা ভোট দিতে চায়। এ জন্য কেন্দ্রীয় ২০ দলীয় জোটের নির্দেশনা মেনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতে এক যোগে কাজ করার আহবান জানান তারা।
সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, বিএনপির কেন্দ্রিয় নিবার্হী কমিটি ক্ষুদ্র ঋন বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট নুরুল হক, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর সভাপতি প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, বাংলাদেশ লেবারপার্টি’র কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান ও সিলেট মহানগর লেবারপার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ, বিজেপি সিলেট বিভাগের আহবায়ক মোজাজ্জেম হোসেন লিটন, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সিনিয়র সহসভাপতি মুফতি আবুল কারিম হক্কানী, মহানগর বিএনপির সহসভাপতি সালেহ আহমদ খসরু, হুমায়ুন কবীর শাহীন, এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, ফখরুল ইসলাম ফারুক, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক সরকার, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা রফিক বিন সিকান্দর, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের সহসভাপতি মাওলানা আ ফ ম কামাল চৌধুরী, মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি আব্দুল হান্নান তাপাদার, এলডিপি সিলেট মহানগর শাখার সভাপতি সায়েদুর রহমান চৌধুরী, এলডিপি সিলেট জেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জাগপা সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি শাহজান আহমদ লিটন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাশুক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, মো. ময়নুল হক, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মো. আবুল কাশেম, মহানগরের সাংগঠনিক সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, এনডিপি সিলেট মহানগরের সভাপতি জসিম উদ্দিন, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাসুদ আহমদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মাহবুবুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় যুব জমিয়তের আহবায়ক আক্তারুজ্জামান, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখতার আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সিলেট মহানগর জমিয়তের সহ সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী প্রমূখ।
সভায় মহানগর বিএনপির সহসভাপতি সালেহ আহমদ খসরু ও কামরুল হাসান শাহীনের বাসায় পুলিশী তল্লাশির নিন্দা জানানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd