বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ থানা পুলিশ ভারতীয় ৫হাজার নাসির বিড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে। শনিবার (৭জুলাই) সন্ধ্যায় উপজেলার রামপাশা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত হলেন-বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মৃত আছাদ আলীর ছেলে ইসমাইল (৫০)। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার এস আই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রামপাশা বাজার থেকে ৫হাজার নাসির বিড়িসহ ইসমাইল নামের ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, নাসির বিড়িসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
Sharing is caring!