সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৮
ডেস্ক নিউজ :: “মানবতার দরজায় কড়া নাড়াতে বড়লেখার একঝাক তরুন সেচ্ছাসেবী সংগঠন বড়লেখা মানব কল্যাণ ফাউন্ডেশন।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা হাটবন্দ গ্রামের আতিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ (১৭) সে সিলেটের শহরতলী কুচাই হাফিজিয়া মাদ্রাসা”এর ছাত্র। বর্তমানে সে পবিত্র কোরআনের ১৫পারা হিফজ সম্পন্ন করেছে। তার পরিবারে বাবা একজন ছোট খাট ব্যাবসায়ী।বড় ভাই অই অ গধসঁহ ছিলেন একাধারে ব্যাবসায়ী ও মানবতার পাগল প্রেমিক।তিনি ছিলেন বড়লেখার সর্বপ্রথম সেচ্ছাসেবী সংগঠন Barlekha Manob Kollan Faundation এর সাবেক অর্থ সম্পাদক। বর্তমানে সদ্য সৌদী আরব প্রবাসী।তিনিও হতাসার সাগরে ভাসছেন।ছোট ভাইয়ের অজানা রোগের চিকিৎসা বহন করতে গিয়ে ব্যাবসা বানিজ্য সহ বিটে মাটি সব হারিয়ে নিঃস্ব হয়ে পরিবার এখন দিশেহারা। রোগ মুক্ত করতে পারলেন না। বর্তমানে তার দুইটা মেডিকেল টেস্ট বাকি আছে যার খরচা আনুমানিক লক্ষাধিক টাকার প্রয়োজন। আত্বিয় স্বজন সহ সকলের কাছ থেকে সহযোগীতা নিয়ে কয়েক মাস থেকে চিকিৎসা চালানো হচ্ছে। ছেলেটির বাবা সবই হারিয়ে অসহায় হয়ে সাহায্যার্থে সকলের সহযোগীতা কামনা করেছেন।
সাহায্য ও সার্বিক সহযোগীতায় বড়লেখার সর্বপ্রথম রক্তধান কারী সেচ্চাসেবী সংগঠন বড়লেখা মানব কল্যাণ ফাউন্ডেশন গত শুক্রবার বাদ জুমু’আ সাহায্য কালেকশন করে। এসময় উপস্তিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মুমিনুর রশিদ (মুন্না), সহসভাপতি শিমুল চৌঃ, সাধারন সম্পাদ কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন মাছুম, অর্থসম্পাদক শরিফ আল মামুন, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, স্হায়ী কমিটির সদস্য হিফজুল হোসাইন, ও কামাল হোসেন, বিষেস কৃতগ্হতা সহযোগী সংগঠন যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের, প্রতিষ্ঠাতা তাহমিদ ইরশাদ (রিপন), সাদারন সম্পাদক আইনুল ইসলাম, দায়িত্বশীল সাদিক সাহেদ, ও সংগঠনের সদস্য বৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd