সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮
ডেস্ক নিউজ :: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ বিএনপি’র নেতাকর্মীরা।
সোমবার সকাল সাড়ে ১০ টায় হবিগঞ্জ পৌরমঞ্চে প্রতীকী অনশনের আয়োজন করেন জেলা বিএনপি।
অনশনে অংশ নিতে সকাল থেকেই খন্ড খন্ড মিছিল সহকারে নেতাকর্মীরা জড়ো হয় পৌরমঞ্চের সামনে। এসময় নেতাকর্মীরা নানা ম্লোগান দিতে থাকেন।
অনশনের অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি.কে গউছ।
এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র সহসভাপতি এডভোকেট মনজুর উদ্দিন শাহীন, এডভোকেট সামছু মিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হক, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, জেলা যুবদলের সভাপতি মিয়া মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহেমদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান, সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমুখ।
এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd