এ সরকার চিকিৎসা খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে : সিওমেকে মিসবাহ সিরাজ

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮

এ সরকার চিকিৎসা খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে : সিওমেকে মিসবাহ সিরাজ

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যবান্ধব সরকার। এ সরকার চিকিৎসা খাতে ব্যাপক উন্নতি সাধন করেছেন। তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। পাশাপাশি তিনি আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে দলমত নির্বিশেষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে জয়ী করার আহ্বান জানান।

তিনি সোমবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের সকল শাখার কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সভাপতিত্বে ও সিওমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সজল দেবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বাংলাদেশ বিএমএ সিলেট শাখার সভাপতি ও সাচিপ সিলেটের আহ্বায়ক অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, মহানগর আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন বক্স সালাই, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার, আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল হাদী, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিওমেক ছাত্রলীগ সভাপতি ডাঃ সৌরভ সরকার, সাধারণ সম্পাদক ডাঃ সজল দেব, ইন্টার্ণ চিকিৎসক পরিষদ ছাত্রলীগ সভাপতি ডাঃ অরূপ কুমার খা, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নাহিদ খান সোহাগ, সিওমেক সেবা তত্ত্বাবধায়ক শিউলি আক্তার, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট শাখার প্রধান উপদেষ্টা পরিমল বণিক, সভাপতি শামীমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবলু, সিরাজুল ইসলাম, ভ্রান্তিবালা দেবী, জোবেদা খানাম, খাদিজা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, সাহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, মহেশ বিশ্বাস, কোষাধ্যক্ষ নিলুফা ইয়াসমিন, সহ-কোষাধ্যক্ষ রেবা রাণী পাল, দপ্তর সম্পাদক ইমরান আহমদ তাপাদার, সহ-দপ্তর সম্পাদক শাহেনা আক্তার রেখা, প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী মো. সামছুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজির আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন্নাহার তালুকদার, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উজ্জল দাস, বিজ্ঞন ও গবেষনা সম্পাদক একরামুল হক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল খালেক, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সবিতা রানী দে, ধর্ম সম্পাদক জাহিদ মাহমুদ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক রত্না রাণী দাশ, ছাত্র বিষয়ক সম্পাদক তারিক হাসান, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ কিবরিয়া খোকন, কার্যকরী সদস্য মোমেনা বেগম, শ্যামলী বালা, কুমারী রুবী রানী, আনোয়ারা বেগম, নাছিমা আক্তার, সুমন চন্দ্র দেব, আব্দুল্লাহ আল মামুন, রেখা রানী, কল্যাণী দত্ত, সাদিয়া সুলতানা, পারভীন সুলতানা চৌধুরী, ভুইয়াজাদী মোসা. ত্বাইয়েবুনা আক্তার, শাহানারা খানম, কাকলী রানী পাল, লোকমান হোসেন খান, সজিব কুমার ভদ্র, ছাব্বির আহমদ তফাদার।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..