সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৮
ফাহাদ হোসাইন গোলাপগঞ্জ থেকে : গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্রী গোলাপগঞ্জ পৌরসভার পূর্ব ঘোষগাওঁ গ্রামের নোমান আলীর মেয়ে শিউলি আক্তার রিমি (২১)। তিনি সিলেট এমসি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ সময় নিহতের চাচাতো ভাই পৌর কাউন্সিলর জবান আলীর ছেলে জুমান আহমদ (২২) আহত হয়েছেন। আহত জুমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটর সাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিক কাজে রিমি ও তার চাচাতো ভাই মোটর সাইকেলে যোগে সিলেট শহরে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। স্থানীয় হেতিমগঞ্জ বাজারের পৌছামাত্র একটি গর্তে ধাক্কা খেলে রিমি গাড়ি থেকে ছিটকে পড়েন। এসময় পেছনে থেকে আসা দ্রতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬৫৩৪৩) তাকে পিষ্ট করলে ঘটনাস্থলে তারঁ মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ট্রাক আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী জানান, ঘাতক ট্রাক আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের প্রক্রিয়া চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd