বিশ্বনাথে পৃথক স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৮

বিশ্বনাথে পৃথক স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওয়ানপুর মৌজা ও লামাকাজী ইউনিয়নের দত্তপুর মৌজায় পৃথক অভিযানে সরকারি ভূমিতে থাকা দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা’র নেতৃত্বে ওই অভিযান দুটি পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবদুর রকিব, অফিস সহকারী নূরুল ইসলাম, ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (প্রয়াগমহল) খালেদ আহমদ ও ১০ সদস্যের একদল পুলিশ উপস্থিত ছিলেন।
উচ্ছেদকৃত অবৈধ স্থাপনাগুলো হল- খাজাঞ্চী ইউনিয়নের বাওয়ানপুর গ্রামের মৃত শাহ জাহান’র পুত্র ফখরুল ইসলাম মানিক কর্তৃক ‘২৭নং জেএল, বাওয়ানপুর মৌজার বিএস ০১ খাস খতিয়ানের ১৬৭২নং দাগের নালা শ্রেণীর ভূমি’র উপর অবৈধ দালান কোঠা নির্মাণ। ফখরুল ইসলাম মানিকের বিরুদ্ধে অবৈধ স্থাপনা নির্মানের জন্য সরকারি উক্ত ভূমিতে থাকা গাছ কাটারও অভিযোগ রয়েছে।
অন্যটি হল লামাকাজী ইউনিয়নের দত্তপুর মৌজায় ‘১৩ ফুট দৈঘ্য ও ১৩ ফুট প্রস্থ’ সরকারি ভূমি দখল করে নির্মানকৃত টিনসেটের ঘর। ডাঃ আবদুল হাই আল-মামুনের দায়েরকৃত ৬/১৭ উচ্ছেদ মামলার আলোকে তা উচ্ছেদ করা হয়।
পৃথক অভিযানে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সত্যতা স্বীকার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..