সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮
জকিগঞ্জ প্রতিনিধি :: সারাদেশের ন্যায় জকিগঞ্জেও মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মরণে ৩০ লক্ষ গাছের চারা রোপন কর্মসুচি পালিত হয়েছে। গতকাল বুধবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ দুজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ পৌরসভা মেয়র ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, সাংবাদিক এখলাছুর রহমান, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, সহকারি প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক শব্বির আহমদ, কামরুজ্জামানসহ বিদ্যালয়ের অনান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জকিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা খলিল উদ্দিন জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মরনে ৩০ লক্ষ গাছের চারা রোপন কর্মসুচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ কর্মসূচি জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমরা দুজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে পালন করেছেন। জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় ছাড়াও জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন, গণিপুর কামালগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, ভরন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোলকচাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অনান্য প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদের সম্মানে এমন উদ্যোগ গ্রহণ করায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বাস্তবায়ন করায় তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd