সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে বন্যপ্রাণী তক্ষক সহ কোটি টাকার স্বপ্নদ্রষ্টা দু’ প্রতারককে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোলগাঁও গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো. সুজন মিয়া ও সদর উপজেলার ষোলঘর আবাসিক এলাকার মৃত মোজাম্মেল আলীর ছেলে মো. তানজির পাশা।
বুধবার রাতে জেলা শহরের নবীনগর এলাকা থেকে ওই ২ প্রতারকে আটক করে ডিবি পুলিশ।
জেলা পুলিশের একটি দায়িত্বশীল সুত্র বৃহস্পতিবার জানায়, ডিবির ওসি কাজী মুক্তাদীর হোসেনের নেতৃতে ডিবি পুলিশের একটি টিম বুধবার রাতে জেলা শহরের নবী নগরে অভিযান চালিয়ে পাচারের সময় ১২ ইঞ্চি লম্বা বন্যপ্রাণী তক্ষক সহ সুজন ও তানজিরকে গ্রেফতার করে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন বৃহস্পতিবার জানান, গ্রেফতারকৃত সুজন ও তানজির এরা দু’জনই একটি প্রতারক চক্রের সদস্য। তিনি আরো বলেন, লোকজনকে কোটি টাকা লাভের স্বপ্ন দেখিয়ে বন্যপ্রাণী তক্ষকের দাম মনগড়াভাবে কোটি টাকা নির্ধারণ করছে এ প্রতারক চক্রের সদস্যরা।’
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতেই থানায় মামলা দায়ের করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd