দক্ষিণ সুরমা লালাবাজারে ট্রাক চাপায় নিহত ১

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৮

দক্ষিণ সুরমা লালাবাজারে ট্রাক চাপায় নিহত ১

স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে ট্রাক চাপায় বানেছা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (২০ জুলাই) সিলেট-ঢাকা মহাসড়কে আলুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বানেছা বেগম লালাবাজার রানী ম্যানশন কলোনির বাসিন্দা আবু লাল’র স্ত্রী। এছাড়া আহত হন সেলিম মিয়ার কলোনির বাসিন্দা পালন মিয়ার স্ত্রী ও বাচ্চু ড্রাইভার বড় বোন অনু বেগম। তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারজন নারী লালাবাজার এলাকায় রাস্তার পাশে প্লাস্টিকের বোতল এবং কাগজ সংগ্রহ করছিলেন। এসময় সিলেটগামী আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুই নারী ট্রাকের নিচে চাপা পড়েন। এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকের নিচ থেকে দুজকে উদ্ধার করা হয়। এতে ঘটনাস্থলেই বানেছা বেগমের মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় আরেক নারীকে বেসরকারি একটি মেডিকেলে ভর্তি করেন স্থানীয়রা।

দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি উদ্ধার করে আটক রাখা হয়েছে। চালক ঘটনার পরেই পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..