বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় কৃষি বিপ্লব সম্ভব হয়েছে : গোলাপগঞ্জে নুমেরী জামান

প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৮

বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় কৃষি বিপ্লব সম্ভব হয়েছে : গোলাপগঞ্জে নুমেরী জামান

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এই কৃষি বিপ্লব সরকারের আন্তরিকতায় ও কৃষকদের সহযোগীতার ফলে সম্ভব হয়েছে। আজ বাংলাদেশ আলু উৎপাদনে বিশে^র ৫ম স্থানে এসেছে। মাছ উৎপাদনে ৪র্থ স্থানে ও শীতকালীন সবজি উৎপাদনে ৪র্থ স্থানে রয়েছে। আমাদের কৃষক ভাইদের আন্তরিক প্রচেষ্টার ফলে আজ বাংলাদেশ শিক্ষা, কৃষি, মৎস্যসহ প্রতিটি ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। আমাদের আর পিছনে থাকানোর সময় নেই। উন্নত বিশে^র সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে সমৃদ্ধশালী একটি উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। গতকাল শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে তিন দিনব্যাপি ফলদ বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সমবায় অফিসার মো. জামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী রফিক আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. তউহীদ আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, কৃষিজীবিদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম। শুরুতে উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. খায়রুল আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি নুরুল ইসলাম, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক নাজিমুল হক লস্কর, কৃষক প্রতিনিধি নিজাম উদ্দিন, মাতাবুর রহমান, সাংবাদিক এনামুল হক এনাম, জাহেদুর রহমান জাহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারী জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সেক্রেটারী খালেদ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক ফাহাদ হোসাইন প্রমুখ।

এদিকে বেলা ১টায় গোলাপগঞ্জে শিশু ও নারী উন্নয়নে সচেনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত দু’দিন ব্যাপী শিশু মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলাস্থ গোলাপগঞ্জ কোয়ালিটি স্কুল প্রাঙ্গনে সিলেটের বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান বলেছেন, বর্তমানের সরকারের যোগযোগী আন্তরিক প্রসায়ের নারীরা আর পিছিয়ে নেই। সরকারের নানা মুখী উন্নয়ন ও সচেনতামূলক পদক্ষেপের ফলে নারী শিক্ষা হার বেড়েছে। কমেছে মাতৃ মৃত্যু ও বাল্য বিবাহ। আমাদের দেশকে একটি উন্নয়ন রাষ্ট্রে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা আওয়ামীলগের সেক্রেটারী রফিক আহমদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. তউহীদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী অফিসার মো. আব্দুল সত্তার। শিশু মেলা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন ছাড়াও গোলাপগঞ্জে বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গোলাপগঞ্জ কোয়ালিটি স্কুলের গরীব ৫জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..