ঢাকাগামী ট্রেনে হিজড়াদের বেপরোয়া চাঁদাবাজি, নাজেহাল যাত্রীরা

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৮

ঢাকাগামী ট্রেনে হিজড়াদের বেপরোয়া চাঁদাবাজি, নাজেহাল যাত্রীরা

আলী হোসেন, মৌলভীবাজার :: সিলেট থেকে বিভিন্ন রুটে চলাচলকারী ট্রেনগুলোতে হিজড়ার কয়েকটি দল নিয়মিত চাঁদাবাজি করছে। প্রতিদিন বিভিন্ন ট্রেনের কয়েক শ যাত্রী হিজড়াদের অশ্লীলতায় নাজেহাল হচ্ছে।

চাঁদা আদায়ের সময় যাত্রীদের পরনের কাপড় ধরে টানাটানি এমনকি মারামারিতে লিপ্ত হচ্ছে হিজড়ার দল। এসব নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হলেও যেন দেখার কেউ নেই।

সরেজমিনে দেখা গেছে, একদল হিজড়া সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনের জনৈক যাত্রীকে বলছে ‘অ্যাই পঞ্চাশ টাকা দেন, না দিলে কিন্তু মেশিন ধরব।’ তাদের আচরণের অশ্লীল অঙ্গভঙ্গি যাত্রীদের বিব্রতরকর অবস্থায় ফেলে। ছাত্র-শ্রমিক যেই হোক হিজড়াদের অশ্লীলতা থেকে কেউ ছাড় পাচ্ছে না। রাগান্বিত হলে যাত্রীর পরনের কাপড় খুলতেও দ্বিধা করেন না তারা।

ভুক্তভোগী যাত্রীরা জানান, সিলেট থেকে সায়েস্তগঞ্জ. সিলেট থেকে আখাউরা রুটে প্রতি দুই স্টেশন পর পর চলছে নতুন হিজড়ার দলের চাঁদাবাজি।

ট্রেনের টিটি সেলিম বলেন, ‘হিজড়াদের চাঁদাবাজি থামানো যাচ্ছে না। কিছু বলতে গেলে তারা শুধু শরীরেই হাত দেয় না পরনের কাপড় খুলে গোপনাঙ্গেও হাত দেয়। আত্মসম্মান বোধে তাদের বাধা দেয়া যাচ্ছে না। যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রেনে যে কয়েকজন পুলিশ থাকে তারা হিজড়াদের সঙ্গে কুলিয়ে উঠতে পারে না।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..