সুনামগঞ্জে হাজারো স্কুল শিক্ষার্থীরা মাদক ও যৌন হয়রানিকে লাল কার্ড

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

সুনামগঞ্জে হাজারো স্কুল শিক্ষার্থীরা মাদক ও যৌন হয়রানিকে লাল কার্ড

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে হাজারো স্কুল শিক্ষার্থীরা মাদক ও যৌন হয়রানিকে লাল কার্ড প্রদর্শন করলেন। মঙ্গলবার শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে শিক্ষার্থীরা শপথ পাঠ করেন ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সারা দেশের ন্যায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুনামগঞ্জের ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ এইচএমপি বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলে লাল কার্ড প্রদর্শন এবং শপথবাক্য পাঠ করেন নেন।

এ উপলক্ষে এক আলোচনা সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াকুব বখত, প্রধান শিক্ষক মোঃ ইনছান মিয়া, সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ ফরিদ মিঞা প্রমুখ।’

শিক্ষার্থীরা নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মাদক সেবন না করতে, ছেলেরা ২১ এবং মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ পাঠ করেন।

উল্ল্যেখ যে, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল ৮ মার্চ পঞ্চগড় তেঁতুলিয়া থেকে টিফিনের টাকা বাঁচিয়ে ভ্রাম্যমান মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদেও মধ্যে সচেতনতা বৃদ্ধির এ কার্যক্রম পরিচালনা করছেন।

এ সংগঠন সুনামগঞ্জ সহ দেশের ৪৮টি জেলায় শিক্ষার্থীদের মধ্যে কার্যক্রম সচেতনতা বৃদ্ধির লক্ষে ওই কার্যক্রম সম্পন্ন করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..